***++ "আশার প্রদীপ" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
দিও জেলে চরণ তলে, ওই রাঙা দুটি হাতে ...
প্রদীপখানি জীবনে জানি, জলবে আলোর সাথে ...
জালবে জানি প্রদীপখানি, মনে খুশী নিয়ে ,,,
দ্বীপের তরে মন যে ভরে, খুশীর আলো পেয়ে ...
খুশীর আলো সবাই জালো, মায়ের শ্যামা গানে ,,,
রেখো না ভার মনটা সবার, খুশীর এমন দিনে ...
সেই আলোকে বেঁধে রেখে, সারাজীবন ধরে ,,,
যেন, জেলে রাখা প্রদীপ শিখা, সদাই আলো করে ...
জালানো প্রদীপ নিভু নিভু দ্বীপ, যায় না যেন নিভে ,,,
একটি বছর অপেক্ষার পর, আলো আসুক দীপে ...
যদি পারো রক্ষা করো, প্রদীপ যে টিপটিপ ,,,
স্বপ্নে দেখা জলন্ত শিখা, এইতো আশার প্রদীপ ...
রচনাকাল : ২৮/১০/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।