কিশলয়
ভোরে উঠে
খুব ভোরে
দেখি গাছে
গেছে ভরে
ভরা ভরা ভর্তি
ভরপুর পত্রিকা
পত্রিকা নব নব
নব নতুন
নতুন কচি পাতা
কচি কলাপাতা রঙে
নবসাজে সেজেগুজে
সেজে উঠেছে রেঙে
বৈশাখী হাতছানি
ফিসফিস কানাকানি
ফুরফুরে হাওয়াতে
পাতাগুলো দোলে
দোল খেয়ে দুলে দুলে
প্রকৃতির কোলে
গাছে ভরা গাছপালা
পাখি সব পথভ্রষ্ট
পথভ্রষ্ট পথভোলা
পথটথ ভুলেটুলে
বসন্তসখা
মেলেছে যে পাখা
পাখাখানা ভাসিয়ে
কুহু ডেকে কলরবে
একটানা একভাবে
একেবেকে উড়ে উড়ে
প্রকৃতিকে হাসিয়ে
আর কিছদিন বাদে
হবে হালখাতা
গাছে গাছে কিশলয়
কচি নতুন পাতা
রচনাকাল : ৬/৪/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।