আজ চোখে অনিদ্রা
বারেক বার দেখেছি পারি কিনা
দু’চোখের পাতা এক করিবার
সে তো এক হয়না
চোখে আজ ঘুম নেই
ঘুম আসবেই কি করে!
আমার অধরা তো বসে আছে
তার চোখে ও তো ঘুম নেই।
তাকিয়ে আছে পলকহীণ
এই তুমি কি শুনছ
কি ভাবছ অধরা?
ভয় নেই, আমি আছি।
মেঘে ঢাকা আকাশ
ঝোড়ো হাওয়া বইছে
এখনই আসবে বৃষ্টি
বৃষ্টি এলে ফোটায় থালা ধরিয়ো
মাটিতে পরলে ছালা জরাইয়ো
অধরা ভয় নেই, আমি আছি।
আর কটা দিন, ভয় নেই
সব ঠিক হয়ে যাবে
রৌদ্র এলে রৌদ্র পরবেনা
বৃষ্টি এলে ঘর ভিজবেনা।
অধরা কিছু ভেবনা
ভয় নেই, আমি আছি
বৃষ্টি থেমে গেছে
সকাল হলেও আজ পাখিরা ডাকছে না
তবু আজ ভয় নেই।
মসজিদে গিয়ে আজান দিব
মুনসিকে দিয়ে দোয়া করাব
আজ ভয় নেই
আছ্-ছালাতু খইরুম মিনান নওম
আল্লাহু আকবার ।
নামাজ শেষ হয়েছে
আলোয়ে ভরে গেছে এই ভূবণ
চোখ পরিল দক্ষিনে জল তরঙ্গে
সে কি অধরা !!!
তোর চোখের জল আর বৃষ্টি জল
আজ বুঝি এক হল।
রচনাকাল : ১০/১১/২০১৯
© কিশলয় এবং মোঃ আমানউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।