হারিস না মেয়ে পাল্টা দিতে শেখ বুক চিতিয়ে রুখে দাঁড়া প্রতিবাদের নতুন গল্প লেখ শপথ নিয়ে কণ্ঠ তুলে শান দিয়ে নে হাতের কুঠার চোখের ওপর চোখ রেখে বল মার খাবো না মরবো না আর। ঘুরছে স্বাপদ হায়না যত মুখোশ পরে সজাগ থাকিস জন্তুগুলোর চামড়া তুলে স্বাধীনতার মশাল জ্বালিস সামলে আঘাত উঠে দাঁড়াস কামড় দেওয়ার স্পর্ধা রাখিস নিস গড়ে তোর জীবন জগৎ নিজের শর্তে জীবন বাঁচিস ~ কেকা হালদার ~রচনাকাল : ৩/৯/২০১৯
সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।