ভাইয়ের রক্তে ভাইফোঁটা
দীপাবলী সংকলন-১৪২৬
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অশ্রু ঝরানো ভাইফোঁটা আজ বাংলার ঘরে ঘরে,
ছিন্ন হয়েছে স্নেহের বন্ধন দুই নয়নে অশ্রু ঝরে।
সংসারে আজ অশান্তির ঝড় ভেঙেছে খেলাঘর,
অশান্তিতে জ্বলেপুড়ে মরে ভাই বোন আজ পর।
ভাইবোনে মিল নেই আজ ভাই নাহি চেনে বোন,
খবর রাখেনা কেহ কারো করে নাকো কভু ফোন।
আত্ম কলহে মেতে ভাইবোন জ্বলে পুড়ে হিংসায়,
পাড়াপ্রতিবেশী মুখ টিপে হাসে করে না হায় হায়।
বর্ষে বর্ষে ভাইফোঁটা আসে, আসে নাকো কভু ভাই,
বোনের দুচোখে অশ্রুজল ঝরে ভাই বুঝি তার নাই।
হাসির চেয়ে কান্না যে দামী আজকের ভাইফোঁটায়,
হিসাব রাখি না আজও কারা কাঁদে নিষ্ঠুর দুনিয়ায়।
কবিতার পাতায় বিদ্রোহ আজ বিদ্রোহিনী বোন কাঁদে,
ঠকে শেখো বোন বিদ্রোহ করো পড়ো না কভু ফাঁদে।
গর্জে উঠুক বোনেরা সবাই মুছে ফেলুক ভ্রাতৃত্ববোধ,
ভাইয়ের রক্তে ভাইফোঁটা দিয়ে নিতে হবে প্রতিশোধ।
রচনাকাল : ৩০/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।