স্বপ্ন আশা মনের মাঝে, সবার বাঁধে বাসা ,,,
ভাবনাগুলো ইচ্ছে হয়ে, জাগায় মনে আশা ...
আষাঢ়ে নদী ভরো ভরো, চৈত্রে শূন্য বুক ,,,
বর্ষা ঋতুর মাঝে নদী, খুজে নেয় একটু সুখ ...
তেমনি মানুষ কাঁদে হাসে, খুজে দুঃখের মাঝে সুখ ,,,
একটুখানি সুখ পেলে, ভরায় বিশাল বুক ...
পৃথিবীর সব নিয়ম ধারায়, আসে আর চলে যায় ,,,
পাখির মত ধরে রাখে কেউ, আবার কেউ হারায় ...
অগ্নিগিরির ধারার মাঝেও, শীতল হাওয়া বয় ,,,
দুঃখ যতই আসুক তবুও, প্রাণীরা বেঁচে রয় ...
আসুক প্রলয় প্রবল বেগে, উপেক্ষা সব করে ,,,
আনন্দ ধারায় বাঁচে প্রাণী, সবকিছু বুকে ধরে ...
মনটা সবার নদীর মত, ভাঙাগড়ায় আছে ,,,
হোক না যতই গ্রীষ্ম ও শীত, তবু মানুষ আশায় বাঁচে ...
রচনাকাল : ৩০/৮/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।