"ক" দিয়ে কবিতা হলে, "খ" দিয়ে হয় খড়,
"গ" দিয়ে যদি হয় গরু, "ঘ" দিয়ে হয় ঘর।
"চ" দিয়ে চশমা হলে, ছাতা হয় "ছ" দিয়ে,
"জ" দিয়ে ফুল জবা হলে, ঝংকারে "ঝ" দিয়ে।
টাকা যদি "ট" দিয়ে হয়, তবে ঠাট্ট হয় "ঠ" দিয়ে,
"ড" দিয়ে ডাব যদি হয়, তবে ঢাকা তো "ঢ" দিয়ে।
পাপ যদি হয় "প" দিয়ে, "ফ" দিয়ে পাপের ফল,
"ব" দিয়ে তো বাবা সদা, "ভ" তে ভাসায় চোখের জল।
"য" দিয়ে হয় যদি যব, "র" দিয়ে রোল হয়,
"ল" দিয়ে রং টি যে লাল, "শ" দিয়ে শতকে রয়।
"ষ" তে ষাঁড় যে চলে, "স" দিয়ে দেয় সাড়া,
"য়" টি বেজায় চালাক, "ড়" দিয়ে জাগায় পাড়া।
আষাঢ় আসে "ঢ়" নিয়ে, "ৎ" তে চিৎ হয়ে যায় নদী,
"ং" তে রং না হলে, "ঃ" তে দুঃখ যে নীরবধি।
"ঁ " তে চাঁদ যে উঠে, নইলে যে মেঘের বৃষ্টি,
বলা লেখা কবিতা গল্প, সবকিছুই বর্ণমালার সৃষ্টি।।
রচনাকাল : ২০/১১/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।