+++*** "জীবন নিয়ে" ***+++
_______ :-) "সুজন রায়"
পৃথিবীটা নাট্য মঞ্চ, যেথায় সবাই অভিনেতা ,,,
যুগে যুগে পরিবর্তীত যুগ, সত্য, দ্বাপর, ক্রেতা ...
আঁধার আলো চলছে খেলা, কখনও বা প্রলয় ,,,
কেউ বা মরে অহংকারে, করে কেউ বিনয় ...
কারও জন্ম পাঁচতলাতে, কেউ বা গাছতলায় ,,,
কেউ বা আছে সুখের নিদ্রায়, কেউ পেটের জালায় ...
কারও জীবন পথে প্রান্তরে, হচ্ছে অতিবাহিত ,,,
কেউ বা দালান কোঠার মাঝে, সুখেতে আবৃত ...
কারও জীবন নিত্য ফোটা, ফুলের মতই ঝরা ,,,
কারও জীবনে আষাঢ় শ্রাবণ, কারও চৈত্র ক্ষরা ...
ভাঙাগড়া বাঁচা মরা, চলছে নিত্য এ জীবন ,,,
আফ্রিকাতে আছে যেমন, প্রকৃতি সজ্জিত বন ...
কারও জীবন টাকার নেশায়, যাচ্ছে কেটে দিন ,,,
কেউ বা আবার পায় না খেতে, হয়ে যায় বিলীন ...
নিত্য দিনের এই তো জীবন, শিক্ষা দিয়ে যায় ,,,
যা আছে মোর ইহাই বেশী, আর কিছু না চায় ...
একই, রক্ত মাংসে গড়া দেহ, সবাই ভাই ভাই ,,,
তবে কেন এই ভেদাভেদ, জানতে আমি চাই ...
স্বার্থ বিনা ওই যে সূর্য, যাচ্ছে আলো দিয়ে ,,,
নিত্য কেন খেলছে মানুষ, এই ছোট্ট জীবন নিয়ে ...
রচনাকাল : ২/৬/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।