*** "শোকাবহ সেই দিন" ***
_______ :-) "সুজন রায়"
এই বাংলার আকাশে বাতাসে, বহিছে কত স্মৃতি ,,,
এই দিনটির স্মরণে কত, লেখা ও কাব্য গীতি ...
বাংলার তরে বঙ্গ জননী, রেখেছ তোমার মান ,,,
তোমার তরেতে দামাল ছেলেরা, দিয়েছে অমূল্য প্রান ...
কেঁদেছি কত শত্রুরা যেদিন, নিয়েছিল তোমারে কেড়ে ,,,
গিয়েছে কত প্রান মহা মহীয়ান, এই বাংলার তরে ...
ছাত্র জনতা মহান নেতা, হারিয়ে গিয়েছিল যেদিন ,,,
অশ্রুসিক্ত হৃদয়রিক্ত, অবিরত কেঁদেছি সেদিন ...
খুজিছে শহীদেরে আকাশ বাতাস, মহাসাগর ও নদী ,,,
খুজিছে সকলে শোক ছায়াতলে, নিত্য নিরবধী ...
ভেজালো কত না বুকের রক্তে, জননী জন্মভুমি ,,,
লক্ষ কোটি মানুষের হৃদয়ে, সেই জাগ্রত বঙ্গভূমি ...
তোমার বুকেতে শত শত্রুদলে, করিতে চেয়েছে রাজ ,,,
যোগ্য সন্তানের ঢাল তলোয়ারে, মাথায় ভাঙিছে বাজ ...
সেই দিনটি জেগে আছে আজও, একুশের চেতনা ,,,
অমরত্ব মনে রাখিব স্মরণে, কভু ভুলিনি ভুলিব না ...
ভুলিব না কভু রয়ে যাবে মনে, হারানো স্মৃতির ঋণ ,,,
রেখে দেবো মনে বাংলার স্মরনে, শোকাবহ সেই দিন ...
রচনাকাল : ২১/২/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।