*** "জ্ঞানদেবীর আগমনী" ***
_______ :-) "সুজন রায়"
মাতা এলো জগৎ জুরে, সবাই পুজোয় ব্রতী ,,,
চলে এলো ভবের মাঝে, মাতা দেবী সরস্বতী ...
জ্ঞানের দেবী বিদ্যার দেবী, মাতা মঙ্গলময়ী ,,,
জ্ঞান বিদ্যা দান করেন, মা দাতা ও দয়াময়ী ...
বীণা হাতে শ্বেত বস্ত্রে মাতা, হংস তাহার বাহন ,,,
জ্ঞান বিদ্যা পাবে সে, যে পাবে তাহার চরন ...
পদ্ম ফুলে বসে মাতা, মধুর সুরে বাজায় বীণা ,,,
জ্ঞান বিদ্যা বিফল হবে, মায়ের আশীর্বাদ হীনা ...
বাদ্য সুর সবকিছুই, জগৎ মাতার কাছে মেলে ,,,
সবকিছুতে সফলতা আসবে, মায়ের চরন পেলে ...
জগৎ জুরিয়া অজ্ঞানতা, দুর করিবার তরে ,,,
মাতা এলেন জ্ঞান দানে, ভবের এই মাঝারে ...
অবিদ্যা সবার মাঝে, নাই মায়ের প্রতি ভক্তি ,,,
এসব দুরের লাগি ভবে এলেন, মাতা সরস্বতী ...
রচনাকাল : ৯/২/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।