জীবন মানে উপন্যাস নয়, নয়তো লেখার গল্প ,,,
জীবন মানে দুঃখ ও সুখ, স্মৃতির পাতায় অল্প ...
জীবন মানে কাব্য তো নয়, সাহিত্য কিংবা গদ্য ,,,
বইয়ের পাতায় লেখা তো নয়, কবিতা কিংবা পদ্য ...
নয়তো জীবন কাহিনি কিংবা, নয়তো সুরের গান ,,,
জীবনে শুধু আটকে আছে, ঘুড়ির সূতোর টান ...
চলবে না নৌকা উজানভাটি, নয়তো জীবন নদী ,,,
দুঃখ সুখের সাগরের ঢেউ, তবু নিত্য নিরবধি ...
নয়তো গাড়ি জীবন মানে, তেল, গ্যাস ছাড়া চলে ,,,
শিক্ষার ক্ষণ অনন্ত জীবন, অনেক কথা বলে ...
গাছের ডালে ফুটন্ত ফুল, নয়তো এই জীবন ,,,
ঝরে গেলে তবুও চলে, অনন্ত এই ভূবন ...
আনন্দ ও বেদনায় ভরা, এই জীবন জুরে স্বল্প ,,,
লেখা তো নয় শিক্ষার বিষয়, এই জীবনের গল্প ...
রচনাকাল : ২৬/১/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।