***++ "আসিল আষাঢ়" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
আবার এসেছে আষাঢ়, আকাশে মেঘ ছেয়ে ,,,
বাজিছে বৃষ্টির নুপুর, হালকা বাতাস বেয়ে ...
তাই আবার এই পুরাতন, হৃদয় আমার আজি ,,,
পুলকে পলকে হেলিয়া দুলিয়া, উঠিছে আবার বাজি ...
ভেসে আসা নতুন মেঘের, আধার পানে চেয়ে ,,,
আবার এসেছে আষাঢ়, আকাশে মেঘ ছেয়ে ...
বহিয়া বহিয়া দূরন্তে ওই, বিপুল মাঠের পরে ,,,
হেলে আর দুলে নব তৃণদলে, বাদলের ছায়া পড়ে ...
আবার এসেছে আবার এসেছে, এই কথা বলে প্রাণ ,,,
নতুন সাজে আবার এসেছে, উঠিতেছে এই গান ...
নয়নে নয়নে এসেছে হৃদয়ে, নতুন সাজেতে ধেয়ে ,,,
আজিকে আবার এসেছে আষাঢ়, কালো মেঘে ছেয়ে ...
শান্ত এ মনে ঘোর বরিষনে, বৃষ্টি নামে বারবার ,,,
কালো মেঘ ঢেকে গর্জে হেকে, আবার আসিল আষাঢ় ...
রচনাকাল : ২১/৬/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।