বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী/ নজরুল জয়ন্তীতে ছোট্ট উপহার
:-)
***++ "বিদ্রোহী যোদ্ধা" ++***
_______ :-) "সুজন রায়"
বিদ্রোহ যার রক্তেতে তার, বিদ্রোহী লেখা নাম ,,,
কাব্য গীতি যুদ্ধের স্মৃতি, লেখা আরও কত গান ...
শক্তি দিয়ে প্রেরণা দিয়ে, রেখেছ মানবতা ,,,
লৌহ কপাট ভেঙে লোপাট, এনেছ স্বাধীনতা ...
তুমি হে কবি বাংলার দাবি, পুরেছ কাব্যের দ্বারা ,,,
তুমি বিনা পারতো কি না, বাংলায় বুক ভরা ...
আজকে তোমায় খুঁজিছে হেথায়, তুমি যে যোদ্ধার ভীড়ে ,,,
কাব্য গীতি বাংলার প্রীতি, ছিনিয়ে এনেছ তীরে ...
যোদ্ধার মনে শক্তি আহরণে, লিখেছ সহস্র কবিতা ,,,
জাগ্রত তুমি দিবসযামী, যেমন, ফুটন্ত ফুল ববিতা ...
আজকে তোমার ছিল জন্মাবার, শুভ লগ্নের দিন ,,,
সকলেই আজ বাংলার সাজ, করেছে সীমাহীন ...
আজকে মনে তোমার স্মরণে, জানাই প্রেমের শ্রদ্ধা ,,,
জেগে রয়েছ কাব্য দিয়েছ, তুমি হে বিদ্রোহী যোদ্ধা ...
রচনাকাল : ২৪/৫/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।