***++ "মহামায়ার আগমন" ++***
_______ :-) "সুজন রায়"
শীতের আবেশে সূর্য হাসে, সবার মন খুশীতে ভাসে ,,,
শিশির ভেজা সবুজ ঘাসে, মাতা এলো সবার পাশে ...
শীতের ছোওয়া দিচ্ছে উকি, বন্ধুরা এবার খুলো আঁখি ,,,
চারিদিকে ডাকাডাকি, মহালয়া এলো নাকি ???
হীমের পরশ লাগলো প্রাণে, শারদীয়ার আগমনে ,,,
পাখিরা সব ডাকছে বনে, খুশী সবার মনে প্রাণে ...
পুজোর পরশ লাগলো প্রাণে, মহালয়ার আগমনে ,,,
বনের পাখি ডাকলো বনে, খুশীর জোয়ার সবার মনে ...
মহালয়ার খবর পেয়ে, ভোরের পাখি উঠলো গেয়ে ,,,
সূর্য মামা উদয় হয়ে, দিলো সবার ঘুম ভাঙ্গিয়ে ...
ঘুম ভাঙ্গিয়ে চেয়ে দেখো, আনন্দে আজ মেতে থাকো ,,,
আনন্দে সব মেতে থাকো, চোখে ঘুম রেখো নাকো ...
অনেক কথা মনে পড়ে, আবার একটি বছর পরে ,,,
শিশির ভেজা নতুন ভোরে, মা আসছেন আলো করে ...
মেঘলা আকাশ শিশিরের দিন, পুজোর বাকি কয়েকটা দিন ,,,
কাপড় চোপর কিনে নিন, নেইতো সময় বেশীদিন ...
হাতে মাত্র ৭ টি দিন, ইন্জয় করো সীমাহীন ,,,
পুজোর প্রতিটি দিন, শুভেচ্ছা রইলো অগ্রীম ....
:-:"সবাইকে_জানাই_শুভ_মহালয়ার_শুভেচ্ছা":-:
_____এবং সেই সাথে
-:)"শারদীয়া-দুর্গা-পুজোর-অগ্রীম-শুভেচ্ছা"(:-
রচনাকাল : ২৭/৯/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।