সৃষ্টি সুন্দর ধরণী তোমার, তার ভিতরে আমি ,,,
ঘুড়ির মত আটকে আছি, লাটাই হাতে তুমি ...
ইশারাতে দাও যে সাড়া, চলেছি সেই পথে ,,,
যুদ্ধ যতই করি আমি, আমার মনের সাথে ...
জগৎ জুরে সৃষ্টি তোমার, ছোট্ট দেহের মাঝে ,,,
কাব্য গদ্য বইয়ের পাতায়, ফুটন্ত ফুল গাছে ...
শক্তি আমার তোমার হাতে, তুমি যে পরমাত্মা ,,,
লাটাই সূতো না ছাড়িলে, চলবেনা গঙ্গা পদ্মা ...
বিশ্বজোড়া ফাঁদ রেখেছ, কোথায় আমি যাই ,,,
পারব না যেতে তাই প্রার্থনা, তোমায় কাছে চাই ...
জগৎ মাঝে চলছি আমি, বন্দি তোমার হাতে ,,,
পারছি না আর চলতে একা, চাই যে তোমায় সাথে ...
আবেগ দ্বারা পূর্ণ আমি, বন্দি বিবেক দ্বারা ,,,
কি করিব আমি কিছু নই, কভুও তুমি ছাড়া ...
সৃষ্টি সবই তোমার হাতে, তুমিই শক্তি মুক্তি ,,,
পুজিতে তোমায় মনেতে দাও, তোমার প্রতি ভক্তি ...
রচনাকাল : ২৯/১/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।