ফেব্রুয়ারিতে দিবস যত, ভালবাসি সবাই বলে ,
গোলাপ হাতে মন মানুষের, সন্ধানেতে চলে ...
কেহ বা পায় মনের মানুষ, মুখে মিষ্টি হাসি ,
কেহ আবার দিনের শেষে, অথৈ জলে ভাসি ...
প্রেম সবার মনে থাকে, মুখের কথায় নয় ,
দুটি মনের চাওয়া এক হলেই, ভালবাসা হয় ...
চন্ডিদাস আর রজকিনী, ছিলেন প্রমের রাজা-রানী ,
অমর তারা চিরদিনী, সকলে মোরা তাহা জানি ...
শুদ্ধ প্রেম আর ভালবাসা, প্রকাশিত মনের ভাষা,
মন বুঝে মনের ভাষা, এসব মিলেই কান্না-হাসা ...
ফুল হাতে ঘুরছে সবাই, দেখি ফেব্রুয়ারি জুড়ে,
অবাক্ আমি ভুলেই গেছি, প্রেম কাছে নাকি দূরে ...
ভালবাসার ফেব্রুয়ারিতে, যত প্রেমিকের ঘোরাঘুরি ,
ভালবাসার লেনাদেনা তাই, প্রেমের ফেব্রুয়ারি ...
রচনাকাল : ১১/২/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।