***++ "ভিন্ন জগৎ জীবন" ++***
________ :-) "সুজন কুমার রায়"
পৃথিবী আমাতে চায় না দেখিতে, একটু সুখের হাসি ,,,
বারেবার সে যে পরাইতে চেয়েছে, মৃত্যুদন্ড ফাঁসি ...
দিয়েছে আঘাত ঘাত প্রতিঘাত, প্রতিটি পদক্ষেপে ,,,
দুঃখ কষ্ট জীবন নষ্ট, কি বা হবে আর ভেবে ...
ভাবি বারেবার পৃথিবী আমার, চিরস্থায়ী নয় ,,,
তাইতো পৃথিবী এঁকেছে ছবি, সবকিছু অভিনয় ...
দিন চলে যায় ঋতু বদলায়, বদলে প্রকৃতির রূপ ,,,
তেমনি মানুষ তাদের জ্ঞান-হুশ, বদলে নিয়েছে খুব ...
প্রকৃতি হয়তো আমায় চাইতো, তাইতো লিখেছি কবিতা ,,,
মানুষ কিন্তু চন্দ্রবিন্দু, পরের উপর চলিতা ...
করে যাই কর্ম মনুষ্য ধর্ম, ভাবুক যার যা ভাবনা ,,,
যেমন ব্যক্তিত্ব তেমন অস্তিত্ব, বাধা কভু কারও হবো না ...
সাজানো ভুবন মনুষ্য জীবন, হয়তো ফুলের মতন ,,,
কখনও আবার নয়তো পাবার, ভিন্ন জগৎ জীবন ...
রচনাকাল : ১৯/৫/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।