রুদ্রনাথের রুদ্রমূর্তি
অলকনন্দা -মন্দাকিনী, নেমে এলো মর্তলোকে,
উর্বশীদের ছন্দপতন!
তবু ছিল, এক মহিমান্নিত কলরব,
তুষার থেকে নেমে,
ছিল তো অনেক কাজ ...
সার্থান্বেষী মানুষ ,ভুলে গেল সব ,
বাঁধলো তাদের অসামন্য গতি ,
নিষ্ঠুর পাষান দাপটে ,
চূর্ণ-বিচূর্ণ করে তাদের
দুর্দান্ত প্রাণশক্তি ..
অশান্ত কোলাহল ,
হারিয়ে গেল, নিস্তব্ধ কল্লোল ,
মেঘদূত কি বলল , চুপিসারে ?
বিদীর্ণ করা কালো গগনে ,
আবার সেই আষাড় এলো ,
অবশেষে ,এলো রুদ্রনাথের রুদ্রমূর্তি
ভয়াবহ বন্যা , আর দাপটের সাথে,
প্রকৃতির অহংকার আর, আর নিস্তেজ মুর্খের দম্ভ ,
রুদ্রমূর্তির জলোচ্ছাসে ,পরাজিত ,
দাম্ভিক মানুষ ...
আলোকনন্দা গর্জে ওঠে, বাজারে ভাসা ,
জীবনের প্রতিবাদে ,
মন্দাকিনীর রোষানলে -
ভাসলো মর্তলোক ,
অপ্সরাদের হতেই হলো ,
'বিদ্রহিনী '
মুর্খের সেই কপট দাম্ভিকতার ,পাশে। ..
রচনাকাল : ৪/৭/২০১৩
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।