রামধনু ভিজে চোখে এলো রামধনু , বৃষ্টি আর আলো নিয়ে- এলো রামধনু। চুপি চুপি, মনের জানলায় দেখা দিল রামধনু ! রঙের বাহার নিযে, মন রাঙালো, ভেজা মনে আলো ছিটিয়ে - অন্তরে এলো সাতরঙ্গা - সেই রামধনু। কি এলো? কি গেল? হিসেব ভুলে - চারিদিকে ঘিরে এলো , রোদ , মেঘ, বৃষ্টি ভেজা , মন ভোলানো বর্ণালীর ছটা ! হিসেব ভুলে তাকিয়ে দেখি , এইতো ! সেই আনন্দেরই - 'রামধনু'....রচনাকাল : ১৩/১১/২০১৩
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।