কবিগুরু
তোমাকে
করলাম আজ তোমায় প্রণাম
ফেইসবুক তে হাত রেখে ,
তোমার নামে হাজারটা পেজ
দেখেছো কি দূর থেকে ?
সকাল থেকেই ঘুম ভেঙেছে
তোমার সুরে মন মেতে ,
তোমার কলি জপছি যে তাই
সব কাজেরই ফাঁক থেকে।
কিন্তু যেন- মনটা মোদের
দিশাহারা করছে গ্রাস
দাওনা কটা লাইন লিখে
কাটিয়ে মোদের দীর্ঘশ্বাস ,
ইন্দ্রলোকে আছে কি ওই
ফেইসবুক আর হোয়াটসআপ ?
থাকলে তুমি বুঝিয়ে দিতে
কাকে বলে বাঁচার আশ !
আবার তোমায় শতপ্রণাম
জানাই মোরা দূরথেকে
দেশের ও দশের শপথ
জানাও তোমার হাত থেকে।
শিখা চট্টোপাধ্যায়
২৫শে বৈশাখ ১৪২৫
রচনাকাল : ১২/৫/২০১৮
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।