দৌড়ে দৌড়ে বাস ধরতে যাচ্ছিল মানসী, অফিসের তাড়া। একটা বাস ওভারটেক করে বাধা দিল ওকে। লাইন দিয়ে ট্রাম,বাস, ট্যাক্সি - পা ফেলার উপায় নেই। আওয়াজে মনে হয়, "শহরটা যে কেন এত যান্ত্রিক"। কিছুতেই বাস ধরতে পারছেনা সে। পিছনে একটি মিছিলও আসছে। খুব দৌড়ে আর একটা বাস ধরতে গেল মানসী। না, এটাও হলোনা। কান্নায় দম বন্ধ হবার এক অনুৃভূতি। হঠাৎ মায়ের ডাকে ধড়ফড় করে ঘুম ভাঙলো মানসীর। যান্ত্রিক শহরটাই যেন ভালো ছিল, চোখ কচলে ভাবল সে। চারিদিক এখন বড়ই শান্ত , ও আশঙ্কায় ঘেরা।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।