সময়টা দেশবিভাগের । এপার বাংলায় চলে আসছেন সরোজিনী । কীর্তনখোলা নদীর তীরে দাঁড়িয়ে ছল ছল চোখে দেখে নেওয়া শেষবারের মত। আদরের বাচ্চু, বাঘা, বুলি, জানে না, তাদের ছেড়ে চলে যেতে হবে বাড়ির সবাইকে। লেজ নেড়ে নেড়ে ঘুরছিল সরোজিনীর সাথে । যাবার দিন সরোজিনী ওদের চোখের জলে আদর করে এগিয়ে যেতে গিয়ে থেমে গেল । তিনজন ঘিরে ফেলেছে ওকে। ঘেউ ঘেউ নেই মুখে । চোখের ভাষায়, আঁচল টেনে বলছে "ফেলে চলে যেতে দেবনা "।রচনাকাল : ৩০/৭/২০১৯
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।