প্রহসন আজ হঠাত , তোমার কথাই , বার বার মনে হলো , ফাগুন মাসের সেই রঙ খেলা , আর সেই প্রহসন। সব ভুলে ভালই ছিলাম , তবু আজ মনে হলো, রঙ খেলা, আর মনের খেলা , সব ই হলো শেষ , রইলো এক চূড়ান্ত বিস্ময় ! দিন যায় , দিন আসে , আবিরের রঙ , আজও ফিরে আসে , মনে করায় ,সেই দুর্দান্ত খেলার কপট প্রহসন .. শিখা চট্টোপাধ্যায়রচনাকাল : ৬/৪/২০১৩
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।