অবসাদ কখন চুপিসারে, বাসা বেধেছিল অবসাদ ! মস্তিষ্কের মায়ার জাল , আর জ্বলন , ধীরে ধীরে ডুবে যাওয়া অতলে - অবসাদের প্রসারিত বাহুবল। কখন সে এলো? কখন সে যাবে? কানে কানে চুপি চুপি শুধু বলে- " আমার কাছে এস " " আমায় ভালোবাসো " মেনে নিল তার সখ্যতা , হারিয়ে গেল হাসি , এক অসহায় ব্যক্তিত্ব নিয়ে পৃথিবীকে বললো - " যেতে দাও আমায় "রচনাকাল : ১/৬/২০১৬
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।