বিশাল বাড়ির একমাত্র পুত্রবধূ সে।
চিরকালের দেখা বদ্ধ একটি ঘরের চাবি পেল হঠাৎই সুষমা। কিছুটা অসুস্থ, ক্লান্ত তখনও। শ্বশুরমশাই দিলেন।
মরচে পড়া তালা খুলে ঘরে ঢুকে হতবাক। কবেকার ঐতিহ্য ঘেরা গৃহকোণ। সাজাতে হবে নতুন করে। চোখ আটকে গেলো একটি টুপি রাখার সেগুন কাঠের তাকে । ইংরেজি তে যাকে বলে 'Hat Rack'। একটু গা ছমছম করা চারিদিক। চোখটা বুজে এলো।
হটাৎই কানে খট্খট আওয়াজ। চোখ খুলে দেখে, অচেনা এক সুপুরুষ চেহারা, টুপি খুলে রাখছে, টুপি তাকে।ছেঁড়া গদির ওপর খাটে বসে পরলো সুষমা। ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোলো না। একটু অজ্ঞানের মতো। শ্বশুর মশাই এর আদরের কুকুর টি, পা চেটে দৌড়ে পালিয়ে গেল ।
সাইকোলজিতে পড়া কলেজের লেকচার টা মনে পড়ে গেল । বিষয়টা ছিল, 'হ্যালুশিনেশন'।
রচনাকাল : ১৮/৮/২০১৯
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।