বন্ধুত্ত্ব বন্ধুত্বের বন্ধন এক বিস্ময়! নানা রং, নানা মত , তবুও তো বাঁচারই চেষ্টা , সকল নিয়ে অনাবিল, গভীর বন্ধনের স্পর্শ ! অনুভূতি জ্বলে যায় , শুধু ছোট্ট এক কথার বারুদ ? খান খান হয় - গভীর বন্ধন আশা নেমে আসে অনাকাঙ্খিত বিচ্ছেদ ! নির্মম প্রশ্নবানে দগ্ধ হওয়া- হৃদয়,আর মস্তিস্ক তরঙ্গের খেলা , কান্না ভেজা কন্ঠ উপহাসে ভরা শিথিল বন্ধন , সময় ভুলায় সবই - শুধু বেঁচে থাকে- এক নির্বাক অনুভব।রচনাকাল : ২৫/৮/২০১৩
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।