পাখি এক ঝাঁক রঙ্গীন পাখি এসেছিল , তাদের কথা বুঝিনি তখন, শুধু আনন্দ পেয়েছি , আবার উড়ে চলে গেল ! চলে গেল অনেক দূরে , আবার কি আসবে তারা ? হয়তো আসবেই , আমার, আরো কাছে আসবে তারা ! আমি জানি, তারাও জানে, আমার ডানা নেই ! আকাশ ছোয়াঁর স্বপ্ন চোখে , আমাকে আনন্দ দিতে - তারা আসবেই।রচনাকাল : ১০/৫/২০১৬
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।