বিশ্রামের ক্লান্তি রাত্রির শেষের প্রহরে চোখে ঘুম এলো , অনেক রাত্রে , যখন চাঁদ আর সূর্যের মিলন হয় , নিস্তব্ধ কুয়াশার ভিজে গন্ধ, ঠান্ডা বাতাসে , চোখে ঘুম নেমে এলো .. ক্লান্তির নিস্তব্ধতা এলো , দুই ঘন্টার গভীর ঘুমের আলিঙ্গন , আবার চোখে লাগবে রৌদ্রের তেজ , বিশ্রামে ভেজা ক্লান্ত মন , আবার চাঁদ -সুর্য্যের মিলন ক্ষণে- ঘুম আসবে, বিশ্রামে ক্লান্ত, মনের কোনে ...রচনাকাল : ১৬/৬/২০১৩
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।