মরভূমি রাতের সেই মরুভূমি চাঁদনী জোছনার রাত ! মধুর আলোর ছটা , ফেলে আসা, ক্লান্তিময় অতীত.. প্রভাতের আগমনী - ঝলমলে সেই আলো! বালুকাময় বালিয়াড়ি , শুধু সংগ্রাম, আর প্রতিযোগিতা ... চারিদিকের আচ্ছন্ন ,মরুময়তা - তার অদ্ভূত নিরবতা নিয়ে , আমাকে শেখালো , সংগ্রামের সেই নিঠুর শিক্ষা ...রচনাকাল : ২২/১/২০১৪
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।