সময় বছর আবার ঘুরে এলো, নতুন করে বাঁচা , স্রোতের টানে যাই যে ভেসে, জীবন ভরেই আশা। নানান তালের ছন্দে আসে , নতুন বাঁচার সাধ- সুখ দুঃখের দোলাচালে , জীবনভোরেই আশ। তবুও আছে রঙ্গীন কত , সবার জীবন স্মৃতি , এক নিমেষেইপিছন ফিরে , দশটি বছর দেখি।রচনাকাল : ১৩/১২/২০১৪
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।