বাজার ছোটো বাজার বড় বাজার বাজার আবার মাঝারি ? বাজার নিয়েই মাতছে মানুষ, সবই আজ ঝকমারি। ছুটছে সবাই বজার পিছে খোল যত ঝাঁপি সব, বিজ্ঞাপনের ঝলসানিতে চমকে ওঠে ক্রেতাদল ! বাজার জটের ফাঁকে ফাঁকে ঘুরছি মরা জীবনভর, জটের সুতোর ফাঁকে ফাঁকে আছে অনেক অঙ্ক ঘোর! সাধারণের বোঝার আছে বিজ্ঞাপনের হরেক রং, সেটাই দেখে, আমজনতা বাজার পানে ছুটছে সব...রচনাকাল : ২/১১/২০১৪
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।