ভগবান কেন ডাকে প্রমাণ থাকলাম সকলে
ভগবান দেখছি আজ সকলে নয়ন মেলে
দূরাবস্থা এসেছে দোরে বিশ্ব আজ যেনো কাঁদছে
প্রকৃতি হলে রুষ্ট ফল চোখের সামনে ভাসছে
দোর গড়াই এলে বিপদ বন্ধু চেনা যায় কথায় আছে
ধর্মবিদ্বেষী সমাজ আজ কাঁধে কাঁধ দিয়ে লড়ছে
রাজনীতি আজ ধুলোয় মিশুক মনুষ্যত্ব মেলুক ডানা
চুরি দাঙ্গা আর ধর্ষণ হোক ঘরকুনো পড়ুক তাতে ধুলোর দানা
পরিস্থিতি সামলে উঠুক সুস্থ হোক বিশ্ব
বুকে হাত রেখে আজ করি পণ প্রকৃতিকে করবোনা নিঃস্ব
হাতজোড় আজ হোক আবেদন পুরোনো রীতি জড়িয়ে ধরি
মাঝে মাঝে পরিস্থিতি চাদর সরিয়ে মনে করায় সংস্কৃতি।।
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং শুক্লা মাজি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।