করোনায় বদলে যাক দেওয়ালের চিত্র
বদলে যাক খবরের কাগজের পাতা,
দেখতে চাই না আর সমাজের নগ্ন চিত্র
শুনতে চাই না আর শোক গাঁথা।
বদলে যাক সমাজের যত পাপী পাপাচার
বদলে যাক পাশবিক আচরণ,
দেখতে চাই না আর নতুন করে কোনদিন
গুম,খুন,ধর্ষণ,নির্যাতন।
বদলে যাক যত দুর্নীতিবাজদের নীতি
পবিত্র হোক তাদের মন,
ধর্মীয় অনুশাসন মনে চলুক তারা
সমাজ হোক পরিবর্তন।
বদলে যাক আমাদের কলুষিত চরিত্র
মুছে যাক অশ্লীলতা,
মেনে চলি আমরা মহা মানবদের
মূল্যবান নীতিকথা।
বদলে যাক সারা পৃথিবী আজ
জন্ম নিক মানবতা,
পুনরুদ্ধার হোক ধ্বংস হয়ে যাওয়া
মানুষের নৈতিকতা।
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং শরীফ মোঃ সালমান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।