ll জীবন এক কবিতা ll
✍ প্রলয় সামন্ত
পৃথিবীর ঘর হাজার রকম কবিতায় ভরা,
মন মতো তা পড়ে দেখতে পারো..
কারও কবিতা বিলাসবহুল সাজানো শব্দে,আবার
একটা ছেঁড়া কাঁথা আর উড়ালপুলের ছাদ কারও।
কেউ লিখে চলেছে সহে অসহ্য জীবন যন্ত্রণা,
কারও হারিয়ে যাওয়া সুখের সেই ক্ষণ -
বা কারও ব্যর্থ প্রেমের লুকানো উন্মাদনা।
কেউ বেঁচে আছে অবিরাম ভালোবেসে,
জীবন গলিয়ে দেওয়া সূর্যতাপ বা
পথ ঢেকে দেওয়া কালো মেঘ -
সবই কেউ উড়িয়েছে মৃদু হেসে..।
সবশেষে মনে হবে-
'মানুষ'(মান-হুশ) হওয়াটা দরকার
পুঁথিবিদ্যার ব্যর্থ লড়াই- নিরক্ষর কিংবা স্বাক্ষরতা!
আসলে কিন্তু সবাই আমরা কবি,
আর জীবন একটা লিখে চলা কবিতা..।
রচনাকাল : ২১/৩/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।