একটা গল্প বলতে চেয়েছি বারবার,
একটা সত্যকে কিছু মিথ্যে আবেশ দিয়ে,
কিছু হাসির আড়ালে লুকোতে চাওয়া কান্না
দিয়ে, তোমাকে বলতে চেয়েছি আমাকে।
তুমি সত্যকে মিথ্যে ভেবে,
কান্নাকে অভিনয়,
আর মিথ্যের আবেশকে সত্য ধরে নিয়ে,
চলে গেলে দুরে,
চলে গেলে বিশ্বাস অবিশ্বাসের ওপারে।
এভাবে চলে যাওয়ায় তোমার মনের তন্ত্রীতে,
বাজে নি কোন ব্যথার ভায়োলীন,
থাকে নি কোন দুঃখবোধের দীর্ঘশ্বাস।
তুমি তো সেই মিথ্যের আবেশেকে সত্য,
সেই হাসির আড়ালের কান্নাকে ভুল ভেবে,
অপরাধের দন্ডবিধিতে অপরাধী করে গেলে।
তোমার কাছে বাহিরের এই আমি সত্য,
তোমার কাছে হাসির ঝলকানিটা সত্য,
তোমার কাছে আমার সব ভালোবাসা,
মিথ্যের বেড়াজালে আটকে পরা,
এক অসুখী সুখ,
ভালোবাসার নামে ছোঁয়াচে ব্যারাম।
রচনাকাল : ১৭/৩/২০২০
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।