• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



ক্ষমা করো
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ২৬ টি দেশ ব্যাপী ১২৯৭১ জন পড়েছেন।
আবার যেদিন জীবাণুমুক্ত সকাল এসে আমার বাগানের শুকিয়ে যাওয়া পুঁইডাঁটাতে আলো ফেলবে, সেদিন আচমকাই ফুরিয়ে যাওয়ার আগে জেগে উঠব আমি খুব ভোরে। যা পাওয়া হয়নি, যা পাওয়া গেলোনা সেসব ভুলে, যা পাওয়া যেতে পারে তার জন্য অশক্ত পায়ে এসে বারান্দার কোনের দরজা ঘেঁষে দাঁড়াব। আমের বোলগুলো তখন বাগানের ঘাসে সূর্যের আলোয় খিলখিলিয়ে উঠছে।

বহুদিন পর সদর দরজা হাট করে খুলে, ফ্যাকাশে হয়ে যাওয়া চোখের তীব্র দৃষ্টি দিয়ে মানুষ দেখব খালি... শুধু মানুষ... লাল-নীল-সাদা-কালো হরেক রকম মানুষ। তারপর তারা এসে দাঁড়াবে আমার দরজায়। আমাকে সেইই ভোরবেলা একরাশ রঙিন ফুল দিয়ে বলবে, "আমরা জিতে গেছি। জিতে গেছি জীবনের কাছে। আমরা সত্যিই জিতে গেছি।"

দ্বি - প্রহরের সময় ছোটবেলার মত পুকুরে ডুব সাঁতার দিতে দিতে শ্যাওলার গন্ধ মাখব জলে। পাড়ার বৌ ঝিরা এসে সাবান ঘষবে গায়ে। কতদিন পর মানুষের গায়ের গন্ধ লাগবে দেহে। তারপর থালার ওপর সুগন্ধি ভাত আর ঘি এর গন্ধ। বাইরে তখন চড়া রোদ মাদকের মতো ছড়িয়ে পড়েছে মানুষের পৃথিবীতে।

সন্ধ্যাবেলা সে বেশ একখানি জলসা হবে। আমি ভুলে যাব সব একাকীত্বর যন্ত্রনা। ভুলে যাব কে কবে আমার পিছনে ছুরি মেরেছিলো। তাকেও সেদিন জড়িয়ে ধরে বলব, "ভালোবাসি। ভীষন ভালোবাসি।" সেই সন্ধ্যেতে আমার বাগানের লেবু গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়বে ছাদে। বাগানের কোনে জ্বলবে একগুচ্ছ জোনাকি। বাতাসে বইবে আদি যুগের নির্মল হাওয়া। দূর প্রসারিত অনন্ত অসীমের দিকে তাকিয়ে চোখ ফেটে জল আসবে। শুধু অস্পষ্ট স্বর বেরোবে সবার মুখ থেকে,"ক্ষমা করো... ক্ষমা করো... আমাদের ক্ষমা করো।"
রচনাকাল : ১৬/৪/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 6  China : 12  Germany : 5  India : 212  Ireland : 27  Russian Federat : 3  Saudi Arabia : 4  Ukraine : 8  
United States : 307  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 6  China : 12  
Germany : 5  India : 212  Ireland : 27  Russian Federat : 3  
Saudi Arabia : 4  Ukraine : 8  United States : 307  
লেখিকা পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ক্ষমা করো by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup