• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



শুধু তুমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রাকেশ বাগ
দেশ : India , শহর : পূর্ব বর্ধমান

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৪৪ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ১৮১৭২ জন পড়েছেন।
তুমিই আমার প্রাণের বন্ধু , তোমার সুখেই সুখী।
তুমিই আমার হৃদয়ের বিন্দু , তোমার দুঃখেরই দুঃখী।।
হীরের মতো তুমি আমার কাছেরই রত্ন।
তোমার মতো করে না কেউ আমারে যত্ন।।
সবার থেকে দামী তুমি আমারই কাছে ।
তোমার প্রাণের আনন্দেতে আমার মন নাচে।।
তোমায় ছাড়া আমি ,চাই না কিছু আর।
ভালোবাসি তোমায় আমি বলবো বারে বার।।
রচনাকাল : ২৯/২/২০২০
© কিশলয় এবং রাকেশ বাগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 44  France : 1  Germany : 6  India : 231  Ireland : 16  Russian Federat : 11  Saudi Arabia : 5  Ukraine : 10  United States : 230  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 44  France : 1  Germany : 6  
India : 231  Ireland : 16  Russian Federat : 11  Saudi Arabia : 5  
Ukraine : 10  United States : 230  
কবি পরিচিতি -
                          রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। 
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং রাকেশ বাগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুধু তুমি by Rakesh Bag is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup