আলোতে ভয়!
তবে অন্ধকারেই জয়
ডরের পরিনাম ক্ষয়,
দুঃসাহসেরই হয় বিজয়।
গুরুজনে করিলে ভক্তি
আপদ থেকে হয় মুক্তি।
অবিচারে বৃদ্ধি পায় পাপাচার
ন্যায়বিচারে সুশৃঙ্খল সমাচার।
টাকার কেনা সু-খ্যাতি
অল্পতেই হয় ভূপাতিত।
কেউ খাতা কলমে শিক্ষিত
কেউ বিবেক বিদ্যায় দীক্ষিত।
গায়ের জোরে করিলে জুলুম
সেও একদিন হবে মজলুম।
সত্য কথায় স্বর্গবাসী,
মিথ্যাবাদে সর্বনাশী।
সৎ সাধনায় সদা' সফল
অসৎ সাধনায় অনেক কুফল।
সু-কর্মে বাড়ে প্রত্যাশা,
কু-কর্মের হয় করুণ দশা।
তর্ক করিলে বিবাদ বাড়ে
সমোঝোতায় কেউ না হারে।
সামর্থ্যের হিসেবে করিয়ো কর্জ
শত বিপদেও হারায়োনা দৈর্য্য।
রচনাকাল : ৫/৪/২০২০
© কিশলয় এবং চন্দন চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।