বিশ্বটা আজ থমকে আছে
থমকে আছে মন।
থমকে আছে আকাশ বাতাস
থমকে আছে আপনজন!
থমকে আছে পাহাড় নদী
থমকে আছে গতি।
থমকে আছে দুনিয়ায় মানুষ
থমকে আছে নথি।!
থমকে আছে ঐ সোনা মুখ
থমকে আছে কালি।
থমকে আছে হরিণগুলো
থমকে আছে বালি।
থমকে আছে জীবন নামের
রঙিন প্রজাপতি।
থমকে আছে প্রিয়ার বিয়ে
থমকে আছে মিয়ার বেটা মতি!
থমকে আছে মায়ের মনের
হাজার হাজার আশা।
থমকে আছে বোনের মনের
নতুন করে বাঁচা।
থমকে আছে বাড়ি গাড়ি
থমকে আছে সীমান্তপথ।
থমকে আছে গরীব দুঃখী
থমকে আছে জীবনপথ।
রচনাকাল : ১৪/৪/২০২০
© কিশলয় এবং রহমত উল্লাহ সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।