আসে যবে শীত ঝরে পড়ে পাতা, নতুনের জন্ম , স্বপ্নমালা গাথা; নবীনের আগমন প্রবীনের প্রস্থান, নিয়তি লিখেছে তাই যুগে কালে আবহমান। যে কচি সবুজ পাতা বৃক্ষহস্তে তাজা, বিকশিত নবীন প্রাণ সূর্যপানে চায়ে, সেই নূতন সবুজ হয় শুষ্ক হলুদ বছর পার হয়ে। তবু ব্রাত্য ঝরাপাতা হয় কৃষি সার, করে ভূমি ঊর্বর, উকি দেয় নতুন চারা, সবুজ শস্যক্ষেত, রেখে যায় স্মৃতিচিহ্ন- প্রবীণের স্মৃতিসৌধ, যৌবনের অশ্বমেধ।রচনাকাল : ২৭/৩/২০২০