পিছিয়ে আমি দয়াল চক্রবর্তী ছোট ছোট একশত ঘর সরলতার চাদর ধুলোবালির গন্ধে মোড়া ভালোবাসা আর আদর মাঠ ভর্তি ফসল ছিল পুকুর জুড়ে মাছ মেঠো মাটির রাস্তা ধারে সারি সারি গাছ। আজও সন্ধ্যেবেলায় গন্ধ ছড়ায় শাঁখের আওয়াজ। আজও আটচালাতে শব্দ ছড়াই ধুনুচিরা সব। শুধু সরলতা আশ্রয়হীন পিচের গন্ধে মাছ গুলো সব নির্বাসনে রেলগাড়ি চাই গাছেরা সব নাম্বার এঁটে দ্বিগবিজয়ে আমিই শুধু পিছিয়ে আছি দেখছি তো তাই!রচনাকাল : ২০/৩/২০২০