করোনা তুমি নাকি বিশ্বজুড়ে,
ডেকে এনেছে মহাপ্রলয় ।
কেড়ে নিচ্ছ প্রাণ নির্দ্বিধায় ।
লাখে লাখে মারছ কোপ,
নিশি-দিন তাজা তাজা প্রাণে ।
তাজা প্রাণের রক্ত শুষে,
হয়ে যাচ্ছ তুমি শক্তিশালী ।
দিনের পর দিন দেখছি,
বাড়ছে তোমার রক্তের খিদে;
গড়ে উঠছে লাশের পাহাড়।
সারা বিশ্বজুড়ে হাহাকার।
এই অভিযোগ তোমার নামে,
ঘুরছে সারা বিশ্বজুড়ে,
শুনছি সবার মুখে মুখে।
ইচ্ছে হলো তাই আমার,
জেনে নিই তোমার হতে,
কিছু যদি বলার থাকে, এই বিশ্ববাসীকে তোমার।
উত্তরে বললে তুমি আমায়,
তোমরা এনেছে মহাপ্রলয়;
দায়ী তোমরা এই মহামারীর;
এর দায় নিতে হবে তোমাদেরই।
লোভ আর স্বার্থের বশে,
তোমরা করেছ ধ্বংস প্রকৃতি।
গাছ গাছালি পশু পাখি,
নদী নালা পাহাড় পর্বত,
হতে নিংড়ে নিয়ে শক্তি,
করেছ আজ ওদের পঙ্গু।
এরপরেও ভাবতে আমার,
বড়ই অবাক লাগে।
কেমনে তোমরা আমায়,
করলে দায়ী এই মহামারী!
তোমরা নাকি জীবকূলের
শ্রেষ্ঠ জীব? বড়ই আধুনিক?
এতদিন প্রকৃতির সন্তানেরে,
কেমনে রেখেছিলে গৃহহারা?
আজ ওদের বিদ্রোহী আত্মা হয়ে,
লড়ছি বিশববাসীর বিরুদ্ধে,
করোনার মুখোশ পরে;
রেখেছি তোমাদের গৃহে বন্দি
মৃত্যুর ভয় পাইয়ে দিয়ে।
ওগো করোনা, তোমার কথাতে,
হচ্ছি আমরা আজি অবাক বটে;
কিন্ত তুমি ভুল কিছু বলোনি।
আমাদের হাতে আছে কি উত্তর,
কেন আমরা প্রকৃতিকে মানিনি?
কেন আমরা এতদিন,
শুধু নিয়েছি নিংড়ে,
প্রকৃতির জল আলো বাতাস
পশু পাখি বন পাহাড়?
কেন ওদের ফিরিয়ে দিইনি,
ওদের আপন আপন গৃহে?
কেন আমরা ভাবিনি,
এই পৃথিবীতে আছে ওদেরও
অধিকার স্বাধীন ভাবে বাঁচার?
করোনা, আজ তুমি এলে বলে,
একাত্ম হলো বিশ্বের মানুষ
মৃত্যু ভয়কে বুকে নিয়ে।
গাছের ডালে অদেখা পাখিরা
আপন মনে গান গাইছে;
রাতের অন্ধকারে রাস্তায়,
হরিণের দল ঘুরে বেড়াচ্ছে।
কচ্ছপরা সমুদ্র উপকূলে,
আনন্দতে ডিম পাড়ছে;
আকাশটা আগের থেকে,
আরো বেশি নীল হয়েছে।
তুমি আজ এলে বলে।
তুমি এসে বলে গেলে,
হে বিশ্ববাসী,তোমরা হও সাবধান
প্রকৃতির বুকে আঘাত যদি কর,
বিপর্যয় আবারও আসবে শীঘ্র।
**********************
এই একই শিরোনামে এপ্রিল, 2020 সংখ্যায় যে কবিতা প্রকাশ পেয়েছে সেটা অসম্পূর্ণ ছিল। সম্পূর্ন কবিতা টা আমার লেখা থাকা সত্ত্বেও আমি সেদিন কিশলয় ম্যাগাজিনে জমা করতে পারিনি। সে জন্য আমি দুঃখিত। তাই, আজ সম্পূর্ন কবিতাটি দিলাম।
১০/০৪/২০২০
বিষ্ণুপুর, বাঁকুড়া
রচনাকাল : ১০/৪/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।