কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন প্রকাশিত ১০ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ১৯৮০৫ জন পড়েছেন।
তোর চোখের মাপের আকাশ আমি নই ,
তাই উড়তে দিয়েছি তোকে ৷
তোর মনের মতো বাসাও নেই বুকে...
তাই বসতে বলিনি আর৷
কিন্তু, প্রিয় পাখি তুই
তবু বলি শোন -
আমার আকাশে সীমানা রাখিনি আমি ,
খাঁচাও রেখেছি খুলে
চাইলে দেখিস ফিরে আবার
তোর আকাশে ঝড় এলে ৷