আমেরিকা আমেরিকায় আছে কিছু আমাদের নাগরিক এনারাই এন.আর. আই দেশ ভুলে হোমসিক স্বদেশী সেনানী সাজোয়া সেজে আমেরিকায় এন. আর. আই ডলারের খোঁজে নিজ দেশ ছেড়ে তারা বিদেশে দিয়ে পাড়ি মাতৃভূমির সাথে তাদের চিরদিনের আড়ি আড়াআড়ি বাস করে লোকচোখের আড়ালে আড়ালে আবডালে সদা গৃহ অন্তরালে এন.আর.আই লিষ্টে হোয়ে অন্তর্ভুক্ত অবহেলা হেলাফেলা নয় যেন মুক্ত দিনরাত কাজের চাপ চেপে রয় বিদেশে তার চেয়ে ভালো খুব নিজ নিবাস স্বদেশে সুশোভন গাঙ্গুলীরচনাকাল : ৭/১/২০১৯