গিয়েছে যে অনেক প্রাণ ,
হয়ত যাবে আরো অনেকে !
যদি না হই সতর্ক -
আমরা নিজে থেকে।
বিশ্বব্যাপী এই মহামারী -
গ্রাস করেছে মনুষ্যকে ,
এই পরিস্থিতিতে দাঁড়াতে হবে ;
একে অপরের পাশে ।
ব্যাপক এই মারণরোগ -
ভেবোনা সহজ ইহাকে ,
নিয়মগুলি মানিয়া চলো -
বাঁচতে এর থেকে ।
ঈশ্বর এর দরজা বন্ধ ,
বিজ্ঞান এখন ভরসা ,
মুক্তি পেতে হলে -
রাখতে হবে আস্থা।
কত অসহায়ের মুখ চেয়ে ,
সময় কাটে নিরবচ্ছিন্ন ;
করোনার প্রকোপ অবশেষে -
কবে হবে নিশ্চিহ্ণ ।।
~সৌরভ কর্মকার।
২০ মার্চ ২০২০
রচনাকাল : ২০/৩/২০২০
© কিশলয় এবং সৌরভ কর্মকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।