আবার এসেছে চরম উপলব্ধির সময়
মানুষ তুমি কত বড়ো অসহায়
আকাশের প্রভুর কাছে,
বল মানুষ, তোমার নিজেকে রক্ষা করার
কতটুকু ক্ষমতা আছে।
মানুষ, তোমাকে দেওয়া হয়েছে সামান্য জ্ঞান
সেও মহান স্রষ্টার করুণার দান
ভিক্ষা লব্ধ একটু ধন,
তা নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি করা
সত্যই চরম সীমালঙ্ঘন।
কোন প্রযুক্তি আজ কাজে আসছে না
মুখ থুবড়ে আত্মহত্যা করেছে
বিজ্ঞানের যত আবিষ্কার,
এরপর ও কি তোমরা রয়ে যাবে নাস্তিক
মহান স্রষ্টাকে করবে অস্বীকার।
মানুষ, তোমার হাতে কিছুই নাই, তুমি অসহায়
মহান স্রষ্টার দয়ায় করুণায় শুধু
আছ একটু নিঃশ্বাস নিতে,
ভুলে যেও না তুমি তার দাসত্ব করতে শুধু
এসেছ এই পৃথিবীতে।
হে মানুষ, আর কখনও সীমা লঙ্ঘন নয়
আর নয় নাস্তিকতা,খোদা দ্রোহিতা
সৃষ্টি কর্তার রজ্জু আঁকড়িয়ে ধর,
আস্তিক হয়ে তুমি তার পৃথিবীতে
বিপদে তাকে স্মরণ কর।
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং শরীফ মোঃ সালমান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।