এখন স্বপ্ন নিয়েই বাঁচি ,
জানি সে গুলি বাস্তব নয় সত্যিই ?
সাতটাসাগর ছুটছে আবার মনের গভীরে
নতুন স্বপ্নের সন্ধানে ।
পাচ্ছি না খুঁজে সেই স্বপ্নের ঠিকানা ,
রাতের তারা বলে ওঠে
ফিরে দেখ আশেপাশে সবারই স্বপ্ন ভাঙা।
ফিরে দেখি সবাই বাঁচার সন্ধানে ,
অতীত ভুলে নতুন স্বপ্নের টানে ।
এখন আমার আকাশে তারাই ভর্তি
একটি উল্কা ঝরলে পড়লে কিছুই হয় না সত্যিই ?
বুকের ব্যথা বুঝি নিজে
কান্নারা আসে না তবুও নিজে ।
আমিও সবার মতো স্বপ্নের খোঁজে ,
চলেছি একটু বাঁচার সন্ধানে ।।
রচনাকাল : ৩/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।