একদিন আবার সবাই মাতবো আমরা উৎসবে,
কলতানে চারিদিক মুখরিত হবে,
অহংকারে উড়বে বিমান মেঘের কোলে,
রেফারির বাঁশি উঠবে বেজে লোক থিকথিক ময়দানে।
রোহিত শর্মা ব্যাকফুটে গিয়ে মারবে হুক,
ফুচকা স্টল বিরিয়ানিতে মিলবে সুখ,
শনিবারের নুন শো'তে ভিড় জমাবো,
অলীক স্বপ্ন লাগে চোখে সেই দিনগুলো।
বন্দী সবাই মন্ত্রী রাজা আমজনতা,
বিষবাষ্পে ঘণ্টা বাজে অনিশ্চিতের,
থাকতে কাছে ব্যস্ত ছিলে মোবাইল ফোনে,
এখন শিকল ভেঙ্গে মিলতে চাও পরস্পরে!
অজানা ব্যাধি জীবাণু বিষ বিনাশ হোক,
নির্মল হোক অন্তর চেতনার উন্মেষ হোক,
প্রিয়জন সাথে সময় রেখো অমূল্য,
বাঁচুক সুখে একসাথে জীবনের দেওয়া দিনগুলো।
রচনাকাল : ২৮/৩/২০২০
© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।