ঝিনুক আর শামুকের ভালোবাসার বয়েস বেশি নয়| খুব অল্প সময়ের মধ্যেই দুজনে একে ওপরের কাছাকাছি চলে এসেছে| ওরা সহকর্মী| অফিসের কোনো এক অনুষ্ঠানে দুজনের প্রথম আলাপ| প্রথম দেখার পর ও ঝিনুক একবার এর জন্য ভাবেনি ওর প্রেমে পরে যাবে| বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হলো| ঝিনুক বিবাহিতা আর শামুক বিপত্নীক| ঝিনুক বিবাহিতা জীবনে কিন্তু সুখী তার সংসার ও পরিবার নিয়ে| তবু ও যেন কেমন করে এই প্রেমের বন্ধনে নিজেকে জড়ালো সে নিজে ও জানে না| অথচ ঝিনুক তার স্বামী কে ও অফুরন্ত ভালোবাসে তার প্রতি ও সে যথেষ্ট যত্নশীলা| ঝিনুক পরিবার এর প্রতিও কর্তব্যপরায়ণা|
তবু ও কখন যে শামুক কে ভালোবেসে ফেলেছে নিজেরই অজান্তে একেক সময় ভাবলে ও অবাক লাগে ঝিনুকের| এ কেমন বন্ধনে নিজেকে জড়িয়ে ফেলেছে সে| শামুক খুব প্রাণোচ্ছল ছেলে| ভীষণ বন্ধু প্রিয়| ষোলো থেকে আটচল্লিশ সবাই তার প্রেমে পরে| তার এই খোলামেলা বন্ধুত্ব ভাবায় ঝিনুক কে| একেকসময় ঝিনুক খুব মর্মাহত হয় কষ্ট পায় ভাবে শামুককে ভালোবাসা আর অন্ধের মতো বিশ্বাস করা তার জীবনের ভুল হবে না তো? সে প্রতি মুহূর্তে শামুককে হারাবার ভয় পায়| শামুক কি ঝিনুকের মতোই ভালোবাসে? নাকি শুধু ই অভিনয়!!! নিজের প্রয়োজন আর স্বার্থের তাগিদে মেশে ঝিনুকের সাথে!! ঝিনুক বুঝে উঠতে পারে না কিছুই| একেকসময় ভাবে ভালোবাসায় সন্দেহ প্রবেশ করা ভালো না তাই সেসব নিয়ে সে ভাবতে ও চায় না| ভাবনা তার মনে আসে ঠকবার ভয়ে| এইবার ঠকলে সে আর কাওকে ভালোবাসতে পারবে ও না আর বিশ্বাস ও করতে পারবে না| তবু ও যেন কিসের টানে শামুক কে সে বন্দী করে রাখতে চায় তার ভালোবাসার খোলসে শুধু ই তার জন্য| শামুক এর সাথে নিজের স্বাধীনতা নিয়ে বাঁচতে চায় ঝিনুক| তার স্বামী নিঃসন্দেহে ভালো মানুষ কিন্তু তবু ও ঝিনুকের স্বপ্নের সাথী হতে পারে নি সেই জায়গা থেকেই শামুক কে ভালোবাসা ঝিনুকের| ঝিনুক আশা রাখে তার শামুক স্বপ্নের প্রতিটা সিঁড়ি তার সাথে পা মিলিয়ে উঠবে| তার শক্তি উৎসাহ সাহস হয়ে থাকবে আজীবন তার পাশে| শামুক কি পারবে ঝিনুকের স্বপ্নের সাথী হতে? পারবে ঝিনুকের জীবনের আশীর্বাদ হয়ে আজীবন পাশে থাকতে না অভিশাপ হয়ে জীবন থেকে দূরে অন্য কোথাও চলে যাবে শামুক? প্রশ্নজালে আর সংশয় মনে নিয়ে আজ বড়োই অস্থির ঝিনুকের মন| তবুও ঝিনুক তার ভালোবাসার প্রদীপ বিশ্বাস এর সাথে জ্বালিয়ে রেখেছে যা সন্দেহের এক ফুঁ তে তা নিভিয়ে দিতে চায় না| শেষ দেখতে চায় ঝিনুক |
****** ঝিমলি ******
রচনাকাল : ৭/৪/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।