তৃষ্ণার্ত শামুক এসেছিল সমুদ্রের কাছে ...
এটাই কি ভালোবাসা ? না কি শুধু ই
শারীরিক তৃষ্ণা মেটানো ?
সমুদ্র শামুক কে গ্রহণ করলো |
নিলো তাকে বাহুডোরে...
বাঁধলো তাকে ভালোবাসার বন্ধনে ..
সমুদ্র জানে শামুক তার নয়...
তবু ও সে ফেরাতে পারে নি শামুক কে ...
সমুদ্রের ভালোবাসা আকণ্ঠ পান করলো শামুক ..
জানে সমুদ্র শামুক ভাসতে ভাসতে চলে যাবে অন্য কোথা....অনেক অনেক দূরে.
সব ই জেনে ও তার সমস্ত কিছু অর্পণ করেছে
শুধু ই ভালোবেসে .....
কিছু চায় না সমুদ্র ...যতদিন সমুদ্র থাকবে
এইভাবেই ভালোবেসে যাবে শামুক কে ..
জানি না এ কেমন ভালোবাসা!!!
তবুও সমুদ্র নিঃশেষ করে বারে বার
ফিরে আসবে তার শামুকের কাছে |
রচনাকাল : ১১/২/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।